কবিতা: মা সর্বোচ্চ সুন্দরী
কলমে:প্রিয়াংকা নিয়োগী,

পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:10.02.2021
___________________
মা তুমি যে অবস্হাতেই থাকোনা কেন,
যে পোশাকেই,যে সাজেই থাকোনা কেন,
তুমি সর্বোচ্চ সুন্দরী।
তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দাম নাহি রাখি,
এই ধরণীতে তোমার তুলনা কারো সাথে নাহি।
আমার কাছে তোমার ওই,
সাধারণ সাজটাই অসাধারণ,
কারণ তুমি যখন খাবার তৈরী করো,
সংসার যত্নে রাখো,
তখন কিন্তু না কোনো বেনারসি ,
না কোনো পার্টি সাজগোজে থাকো,
তখন তোমার ওই সাজেই,
পারোদর্শিতার প্রভাব রাখো,
তাই আমার কাছে সুন্দর তোমার সাধারণ সাজ ওই।
তোমার দুহাত দিয়ে সংসার রেখেছো আগলে,
হাজারো দুঃখ কষ্টের মধ্যে ঠিক রেখেছো নিজেকে,
শিক্ষা দিয়েছিলে পড়াশোনা করে বড়ো হওয়ার,
সবাইকে শ্রদ্ধা ও সম্মান করার,
কাউকে হিংসা না করার,
কারো জিনিসে লোভ না করার,
শিখিয়ে ছিলে কারো সাথে ঝগড়া না করার,
কারো নামে নিন্দা না করার,
কষ্টতেও হাসি মুখে থাকার,
মাথা উঁচু করে বাঁচার।
শিখিয়েছিলে যে কোনো পরিস্হিতিতে ভারসাম্য বজায় রেখে চলার।
যা চেয়েছি কখনো সঙ্গে সঙ্গে দিতে না,
বলতে এখন নাই টাকা,
এই অভ্যাস আমায় করলো
অল্পেতে খুশি হওয়া,
কিছু না পেয়েও খুশিতে থাকা।
কেউ তোমার বিপদে না আসলেও,
তুমি তৈরী অন্যের বিপদের সাথী হতে,
সেই গুণ যে আমার মধ্যেও এসেছে।
তোমার কারণেই হয়তো আমি ও আমার পরিবার সর্বোচ্চ সুখি,
তোমার এই হ্রীণ কেমনে শোধ করি।
তাইতো তুমি মা,
আমার কাছে সর্বোচ্চ সুন্দরী।
তোমার প্রতি শ্রদ্ধা ও সম্মানই যে
দিতে পারে তাহার মুল্য খানি।
আর এই পৃথিবীতে প্রতিটি মা ই,
সন্তানের কাছে সর্বোচ্চ সুন্দরী।
ليست هناك تعليقات:
إرسال تعليق